৮ডিসেম্বর মনিরামপুর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালে অগ্নিঝরা এইদিনে যশোরের মনিরামপুর এলাকা পাক-হানাদার বাহিনী মুক্ত হয়। এ দিন মনিরামপুরের আকাশে উড়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা। মুক্তিপাগল স্বাধীনতাকামী মুক্তি-বাহিনীর সাথে উপজেলার চন্ডিপুর, ডুমুরখালী, রাজগঞ্জ, খোর্দ্দ, উজ্জ্বলপুর, হানুয়ার এলাকায় পাক-হানাদার বাহিনীর সম্মুখযুদ্ধ এদিন সংঘটিত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের তথ্যানুযায়ী এ যুদ্ধে অংশ নেয় তিন শতাধিক। যার মধ্যে শহীদ হন ১৯ জন। পাক-হানাদারদের ধ্বংসযজ্ঞে বিধস্থ হয়েছিল মনিরামপুর। ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল এ দিনটিকে বিশেষ করে স্মরণ রেখেছেন সেই সতীর্থ মুক্তিযোদ্ধারা। দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে।