স্কাউট আন্দোলনের উন্নয়ন সম্প্রসারনে অনন্য অবদানের স্বীকৃতি সরুপ মোঃ আবুল হোসেন খান, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস নালিতাবাড়ী উপজেলা কে বাংলাদেশ স্কাউটসের ২য় সব্বোর্চ অ্যাওর্য়াড রৌপ্য ইলিশ পদে ভুষিত করেছেন স্কউটস কর্তৃপক্ষ।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫ ডিসেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ৪৯তম জাতীয় কাউন্সিল সভায় মহামান্য রাষ্ট্রপতির পক্ষে স্কাউট পদক ও সনদ প্রদান করেন সাবেক মহাসচিব প্রধান মন্ত্রীর কার্যালয়, উপদেষ্টা ও প্রধান স্কাউট ব্যাক্তিত্ব মোঃ আবদুল করিম। এছাড়াও বক্তব্য রাখন, বাংলাদেশ স্কাউটস প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনরে কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান। চীফ স্কাউট গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও বাংলাদেশ স্কাউটস প্রধান জাতীয় কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান এর স্বাক্ষরিত ৪০৪/২০১৯ নং সনদের অ্যাওর্য়াড তাকে প্রদান করা হয়্।