নীলফামারী সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট চালু রয়েছে। শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানান নীলফামারী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ২শ ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের ১’শ শয্যা (করোনা ইউনিট) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে করোনা রোগীদের জন্য। পাশাপাশি প্রস্তুত রয়েছেন চিকিৎসক,নার্স ও ওয়ার্ড বয়ও। তবে আইসিইউ না থাকায় শ্বাসকষ্টের রোগীদের এখানে না রেখে পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার নীলফামারী হাসপাতালে অক্সিজেন সরবরাহে তৈরি করা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট। এখান থেকে হাসপাতালে রোগীদের শয্যায় অক্সিজেন সরবরাহ করা হবে। হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ২শ ৩৯ জন। গত ১ এপ্রিল প্রথম রোগী ভর্তি হয়েছিলেন এখানে। করোনা রোগীদের চিকিৎসার জন্য ১শ ৪৬টি সিলিন্ডার ও ৫২টি ফ্রোমেটার রয়েছে এখানে।
সরজমিনে দেখা গেছে, হাসপাতালে ৫৭ জন চিকিৎসকের মধ্যে ৯ জন থাকলেও উপজেলাগুলো থেকে আরও ৩০ জনকে নিয়ে এসে এখানে চিকিৎসা সেবার কাজ চালানো হচ্ছে। এ ছাড়া ৫টি এক্স-রে মেশিনের মধ্যে ৩টি সচল, আলট্রাসনোগ্রাম ৩টির মধ্যে ১টি সচল রয়েছে। কোন ইউনিট নেই ডেন্টাল বিভাগে।
করোনা ইউনিটের নেতৃত্ব দেয়া চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ রেজাউল করিম বলেন, গেল কোরবানি ঈদে আমাদের হাসপাতালে ৩৮ জন রোগী চিকিৎসা নিয়েছিলেন। এরচেয়ে বেশি আর একযোগে ছিলো না। আমরা সার্বক্ষণিক প্রয়োজনীয় সেবা এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। এ হাসপাতালে কেউ মারা যায়নি। আমরা যখনই দেখেছি রোগীর সমস্যা জটিল তখনেই তাকে স্থানান্তর করেছি রংপুরে।
তিনি বলেন,তবে আমরা দ্বিতীয় মৌসুম মোকাবিলায়ও যেকোন পরিস্থিতিতে প্রস্তুত রয়েছি। এখন আগের মতো হাসপাতালে আসতে চাচ্ছেন না কেউ, তবে বাড়িতে আইসোলেশনে থাকলেও আমরা তাকে পর্যবেক্ষণে রাখি।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী বলেন, আমাদের এখানে জরুরি আইসিইউ প্রয়োজন। এটি না থাকায় বেগ পেতে হচ্ছে। হৃদরোগ বিভাগ থাকলেও এখনও চালু করতে পারিনি। এটিও চালু করা অতীব প্রয়োজন হয়ে পড়েছে।
তিনি আরো জানান, করোনা রোগীদের চিকিৎসায় রোটেশন পদ্ধতিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স থেকে ওয়ার্ডবয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সেন্ট্রাল অক্সিজেন ইউনিট চালু হচ্ছে এর ফলে বিশেষ উপকার পাবেন রোগীরা।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলার ৮টি আইসোলেশন সেন্টারে ৪শ ৬৮টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২শ ৪৮ জন করোনা রোগী শনাক্ত হলেও সুস্থ হয়েছে ১ হাজার ১শ ৭৮ জন। আর মারা গেছেন ২৩ জন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, প্রথম দিকে চিকিৎসা সেবার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিলো এখন সেটি আর নেই। বিশেষ করে সৈয়দপুর ১’শ শয্য হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট চালু এবং নীলফামারীতে প্রস্তুত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন উপকরণ সংকট থাকলেও সেটি কেটে গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ করোনা মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
তিনি বলেন,করোনাভাইরাস প্রার্দুভাব মোকাবিলায় সব মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।