কেশবপুরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স শাখা কার্যালয়ের পক্ষ থেকে ১০ বছর মেয়াদী পলিসি শেষে ৭ জন গ্রাহককে বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে শহরে নিজস্ব কার্যালয়ে ৭ জনের মধ্যে ৬ লাখ ১৯ হাজার ৫শ টাকার চেক ডিবতরণ করা হয়। শাখা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে, ব্রাঞ্চ ম্যানেজার প্রভাত মল্লিক ও হিসাব রক্ষক অশোক কুমার বসু।