রোববার ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দু”টি পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে কবিরপুর হাসপাতাল গেট ঘুরে চৌরাস্থার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।একাত্তরের পরাজিত শক্তি, বিএনপি-জামায়াত ও উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়া শহরের পাঁচ রাস্থার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আবদুল হাকিম আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ^াস ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীমার রশিদ জোয়ার্দার।
এদিকে বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের ব্যানারে অপর আরেকটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ও পৌর আওয়মীলীগের সভাপতি কাজী আশরাফুল আজমের সভাপতিত্বে অপর একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় পৌরসভা চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ ঘুরে চৌরাস্থার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওআমীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু,জেলা সেবচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবি কালু, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, কাউন্সিলর মোঃ শফি,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, আজাদুর রহমান মুস্তাফিজুর রহমান সিকদার মুস্তাক প্রমুখ।