খুলনার পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে ভবঘুরে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা আবুল শেখ (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। সে উপজেলার রাড়-লীর বছির শেখের ছেলে। ৬ ডিসেম্বর ভোর বেলায় এসআই তাকবীর হোসেন, পিএসআই ইমরান হোসেন, এএসআই রোকনুজ্জামান ও মঞ্জুরুল আবুলকে আটক করেন। আদালতে প্রেরনের তথ্য দিয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, আবুল একাধিক মাদক মামলার আসামী।