গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক সংগঠন ‘টোক পেশাজীবী ফোরাম’র (টিপিএফ) উদ্যোগে অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ডিসেম্বর শনিবার বিকেলে সংগঠনের নব গঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা উপলক্ষে উপজেলার টোক রণেন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও অগ্রণী ব্যাংক কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন আসিফেলর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক সুমন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ আবদুল ওয়াহিদ, টোক ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আমান উল্লাহ আমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামাল শাহারিয়ার, টোক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল বারেক, অগ্রণী ব্যাংক গাজীপুর জোনাল অফিসের কর্মকর্তা কাজী মোঃ শামিম ও আওলাদ হোসেন, মানবতা ঘরের প্রধান উদ্যোক্তা ও উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমতাজ উদ্দিন, ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শাহ্ জালাল, সাংবাদিক মুঞ্জরুল হক গাজী, ছাত্রলীগ টোক ইউনিয়ন শাখার সভাপতি সেলিম রহমান প্রমুখ।