কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবীতে কুড়িগ্রামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতি মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
৬ডিসেম্বর রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, সিনিয়র আইনজীবী জিপি মো. মুসা মিয়া, অ্যাডভোকেট আমজাদ হোসেন ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু প্রমূখ। পরে আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবিরা।