১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার মুক্ত হয় শেরপুরের শ্রীবরদী। মুক্তিযুদ্ধ কালীন সময়ে পাক হানাদার বাহিনী শ্রীবরদী, ভায়াডাঙ্গা, ঝগড়ার চর ও কুরুয়াতে ক্যাম্প স্থাপন করেন। হানাদার বাহিনীর হাতে শহীদ হন ২৪ জন মুক্তিযোদ্ধা। তবে মিত্র বাহিনীর তীব্র আক্রমনে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা শ্রীবরদী ছাড়তে বাধ্য হন। ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুরে মিত্র বাহিনীর আক্রমনে হেরে পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীর দিকে অবস্থান নিলে ১১ নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মিত্র বাহিনী প্রবল আক্রমণ চালান। ৬ ডিসেম্বর ভোরে মিত্র বাহিনীর আক্রমনে ক্যাম্প ছেড়ে পাক হানাদার বাহিনী শ্রীবরদীর লংগরপাড়া হয়ে শেরপুরের দিকে পিছু হটেন। ওইদিনই তারা জামালপুরে অবস্থান নেন।
মুক্ত শ্রীবরদীতে স্বাধীন বাংলার পতাকা উড়ান মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সি (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা আবদুর রেজ্জাক।