খুলনার পাইকগাছায় শ্যামনগর গ্রামে সুজনা খাতুন (১৭) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে শুকুর আলী গাজীর ছেলে রবিউল ইসলামের স্ত্রী। শনিবার দুপুরে খাওয়ার পর থাকার ঘরের দরজার শিটকিনি দিয়ে কোনো একসময় এ ঘটনা ঘটায়। তার একটা শিশু সন্তান রয়েছে। স্বামী রবিউল ইটের ভাঁটা থেকে বৃহস্পতিবার বাড়ী আসে। শুক্রবার আবার চলে যায়। স্বামীর সাথে ঝগড়া হয়েছিল বলে স্থানীয়রা বলছে। পুলিশ ঘটনা স্থল থেকে সুরতহাল রিপোর্ট শেষে রাত্রেই লাশটি থানায় নিয়ে আসে। ওসি এজাজ শফী জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে ও তদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে।