বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ। ৬ ডিসেম্বর বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কাযালয়ে আবার মিলিত হয়। এ সময় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে তীব্র প্রতিবাদ স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আমিনুর রহমান, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুু, সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।