ঝিনাইদহে গাঁজা গাছসহ মহসিন শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মোজাম্মেল শেখের ছেলে।
ঝিনাইদহ সদর থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার খেদাপাড়া গ্রামে মহসিন শেখ নামের এক ব্যক্তির ঘরের পেছনে গাঁজার চাষ করা হচ্ছে।
এমন খবরের ভিত্তিতে এস আই ফজলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় গাজা গাছসহ মহসিন শেখ নামের এক ব্যাক্তিকে আটক করা হয়। পরে জেলা প্রমাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।