জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ভূষণ স্কুল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠু মালিথার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রদান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এছাড়াও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের র্ভারপাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর মুক্তার হাসেন ও পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান সোহাগ।
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরইমধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃত্তরা।