ঝিনাইদহের মহেশপুরে গতকাল রোববার সকালে মহেশপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ অসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথি বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৗর মেয়র আবদুর রশিদ খাঁন পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কু-ু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব,মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ¦ শরিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,শেখ হাসেম আলী,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
এর পুর্বে সকালে হানাদার মুক্ত দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন সংসদ সদস্যসহ দলীয় নেতৃ বৃন্দ।