কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর করার প্রতিবাদে আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করেছে। রোববার দুপুরে আশুগঞ্জ চৌরাস্তা মোড় হইতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঢাকাণ্ডসিলেট মহা সড়কের আশুগঞ্জ গোলচত্বওে এসে শেষ হয়।মছিল শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসেরের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।্এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব খান,তোফায়েল আলী রুবেল,কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল,শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আবু মুসা,স্বেচ্চাসেবকলীগের সভাপতি মোহাম্মদ শাহীন সিকদার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ,ছাষ্ট্রত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রাব্বি,ছাত্রলীগ নেতা সজিবুর রহমান,এখলাস উদ্দিন বাবু,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত সিকদার,সালেকীন মীম প্রমুখ। বক্তারা বলেন যারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর করেছে তারা দেশ এবং জাতির শত্রু।তাদেরকে যেকোন মুল্যে প্রতিহত করতে হবে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসের বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করা মানে বাঙ্গালী জাতিকে অস্বীকার করা। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করো না আর যারা বালাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেও বাংলাদেশে থাকার কোন অধিকার নাই।