জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এ ছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, অজিত কুমার ঘোষ, ডাঃ আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, সাবেক সাধারন সম্পাদক স,ম আলা উদ্দীন, বর্তমান যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা গাজী আসাদুজ্জামান আসাদ, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান প্রমূখ।