মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা তিন বছরেরও বেশি সময় ধরে কক্সবাজারে অবস্থান করছে। এতে এলাকাটির প্রাকৃতিক পরিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি স্থানীয় বাসিন্দাদের জীবনও হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। তার ওপরে ঘিঞ্জি পরিবেশে রোহিঙ্গারাও অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিল। তাই সরকার লাখখানেক রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে ভাসানচরে মানসম্মত আবাসন গড়ে তোলে। কিন্তু রোহিঙ্গা সন্ত্রাসীদের হুমকি এবং কিছু এনজিওর পরামর্শে রোহিঙ্গারা এতদিন সেখানে যেতে রাজি হচ্ছিল না। রোহিঙ্গা প্রতিনিধিরা দফায় দফায় জায়গাটি ঘুরে দেখে তাঁদের সিদ্ধান্ত পাল্টেছে। শুক্রবার এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা নৌবাহিনীর জাহাজে করে স্বেচ্ছায় ভাসানচরে গিয়েছে। জানা যায়, অনেক রোহিঙ্গাই এখন ভাসানচরে যেতে চাচ্ছে। পর্যায়ক্রমে তাদের সেখানে নেওয়া হবে। বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করছে না। তাই কোনো রোহিঙ্গা সেখানে ফিরতে চাচ্ছে না। প্রায় থেমে যাওয়া প্রত্যাবাসন আলোচনা শুরু করতে চীন কাজ করে যাচ্ছে। ভারতও এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাইছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও চেষ্টা করছে প্রত্যাবাসন ত্বরান্বিত করতে। তার পরও প্রত্যাবাসন সম্পন্ন হতে একটি দীর্ঘ সময় লেগে যেতে পারে। এদিকে আশ্রয়শিবিরের ঘিঞ্জি পরিবেশে থাকতে থাকতে রোহিঙ্গারা ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। আশ্রয়শিবিরগুলোতে গুম, খুন, ধর্ষণ, অপহরণÑনিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে রাতের বেলা ক্যাম্পগুলো চলে যায় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের দখলে। অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গেও এই সন্ত্রাসীরা যুক্ত। এরা এসব অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করতেই রোহিঙ্গাদের স্থানান্তরে বাধা দিচ্ছিল। তা সত্ত্বেও সম্পূর্ণ স্বেচ্ছায় প্রথম দলটি ভাসানচরে গিয়েছে এবং এই যাওয়া ছিল তাদের কাছে অত্যন্ত আনন্দমুখর। প্রথম যাত্রায় যেতে না পারায় অনেককেই আফসোস করতে শোনা গেছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) স্ট্যান্ডার্ড মেনে ৩.৯ বর্গমিটার জায়গা রেখে ভাসানচরে ঘরগুলো তৈরি করা হয়েছে। ১২০টি ক্লাস্টারে থাকা ঘরগুলো এতটাই পোক্ত যে ২৬০ কিলোমিটার গতির ঝড়েও ঘরের কোনো ক্ষতি হবে না। তার পরও এসব ক্লাস্টারের সঙ্গে রয়েছে চারতলা দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র। রয়েছে ভূগর্ভস্থ পানি এবং পুকুর, হ্রদ ও খালের ব্যবস্থা। আছে ডিজেল জেনারেটর ও সৌরবিদ্যুতের ব্যবস্থা। রয়েছে বাজার, হাসপাতাল, ক্লিনিক, থানা, সুপারশপ, অফিস ও শেল্টার হাউস। আছে জীবিকা নির্বাহের নানা সুবিধা। এখানকার জীবনের কাছে কক্সবাজারের বস্তির জীবনের কোনো তুলনাই হয় না। তা সত্ত্বেও আন্তর্জাতিক এনজিওগুলো কেন স্থানান্তরের বিরোধিতা করছিল, তা আমাদের বোধগম্য নয়। শুধু পরিবেশই নয়, নিরাপত্তা বিশ্লেষকরা কক্সবাজারে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘ উপস্থিতিকে জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হিসেবেও দেখছেন। আমরা কোনোভাবেই তা চাই না। আমরা চাই, আরো কয়েক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে বা অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক। তবে এখানে একটি বিষয় খুব স্পর্শকাতর, সেটি হলো রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তর করতে গিয়ে মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের বিষয়টি যেন গুরুত্ব না হারায়। আমরা আশা করি, এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কুটনৈতিক পদক্ষেপ অব্যাহত থাকবে।