কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চারিজানিয়া জামেয়াই ছালেহিয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসার ও ৫০ পরিবারের চলাচলের সরকারী সলিং রাস্তা কেটে ফেলার হুমকি ও মাদ্রাসা প্রতিষ্ঠাতার পরিবারে বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শনিবার মাদ্রাসা সড়কে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯০ সালে চারিজানিয়া গ্রামের আবদুল বারীক মজুমদার, সোলাইমান মজুমদার, শফিকুর রহমান মজুমদার মাদ্রাসার রাস্তার জায়গাটি নিজেদের দাবী করে কেটে ফেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করে মাদ্রাসা পরিচালনা কমিটি। অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা রাস্তাটি পরিমাপ করে পুন:রায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে দেন। এবং ওই সময় অভিযুক্তরা ভবিষ্যতে রাস্তায় কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবেননা বলে অঙ্গিকার করেন। কিন্তু এখন হাজী আবদুল বারীক মজুমদার, এয়াকুব মজুমদার, মনিরুজ্জামান, সৈয়দ আহম্মদ, রাস্তাটি কেটে ফেলার হুমকি দিয়ে আসছে। রাস্তাটি কেটে ফেলা হলে মাদ্রাসার শতশত শিক্ষার্থী ও ৫০ পরিবারের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চারিজানিয়া জামেয়াই ছালেহিয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা সভাপতি রায়কোট ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ দেলোয়ার হোসেন, মসজিদের মোতয়াল্লী মাওলানা শামসুদ্দিন হামীদী, খতিব নিজাম উদ্দিন হামীদী, মাদ্রাসা সুপার মাওলানা মহি উদ্দিন, সহসুপার ইউসুফ মজুমদার, শিক্ষক মাওলানা ফখরুদ্দিন হামীদী, নেছার উদ্দিন হামীদী, নজির আহম্মদ, ক্বারী আবুল বাশার, মাস্টার আবদুল হালিম, এয়াছিন হাজারী, সমাজ সেবক শাহজাহান, মাহফুজ প্রমুখ।