গাজীপুরের টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করায় আনন্দ র্যালী করেছে নেতাকর্মীরা। শনিবার বিকেলে র্যালীটি টঙ্গীর এরশাদনগর থেকে শুরু হয়ে ঢাকাণ্ডময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে পার্টির দলীয় কার্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির আহ্বায়ক ইসরাফিল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য সচিব ও গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এম.এম নিয়াজ উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মোশারফ হোসেন, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলমগীর রেজা, লুৎফর রহমান, ডেভিড গমেজ, মোহাম্মদ আলী কমান্ডার, মাইনুদ্দিন, সাইফুল আলম সরকার, বাহারুল ইসলাম ইউনুস, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মোসলেম উদ্দিন, আবদুস সালাম, রোকসানা পারভীন রুমি, নায়েব আলী, হিরন মিয়া, আলী হোসেন, সিদ্দিকুর রহমান, কাজী রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় পার্টির কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।