কেশবপুরে দলিত পরিষদ আয়োজিত বিশ্ব মর্যাদা দিবস উপলক্ষে শনিবার সকালে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটিতে দলিতদের মানবাধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন ২০১৫ পাশের দাবি করা হয়।
দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে ও শ্যামল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী ও খেলাঘর আসরের আহ্বায়ক আবদুল মজিদ, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য।