রংপুরের পীরগাছায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সম্মত পয়:নিষ্কাশন সেবা নিশ্চিতকরণ প্রকল্পের ওয়াশ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পীরগাছা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস’র সহযোগিতায় এবং ওয়াটার অর্গারাইজেশন এর অর্থায়নে উপকারভোগীদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র দামুর চাকলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল গফুর খাঁন। টিএমএসএস’র উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ রফিক বিন আল আজির এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক, সাংবাদিক তাজরুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন টিএমএসএস’র উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ রফিক বিন আল আজির, ডিএসএস মোঃ আতাউর রহমান, এফএস মোঃ সাইদুল হক, নজরুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন সম্প্রদায়ের ২৫ জন নারী অংশ নেন। এতে স্বাস্থ্য-সুরক্ষা, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, পয়:নিষ্কাশন ব্যবস্থা, কিশোরী, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীর স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।