গৃহহীন পরিবারের জন্য বর্তমান সরকার বিশেষ পরিকল্পনা গ্রহন করেছে। মুজিব বর্ষে থাকবে না কউে গৃহহীন। সরকার গৃহীত এমন প্রকল্পকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসন মাঠে নেমে পড়েছে। উদ্ধার করতে নমেে পড়েছেন দিঘলিয়া উপজেলার খাস জমি। এসব খাস জমিতে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর করে দিবে সরকার। গত মঙ্গলবার এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সরকার মুজিব বর্ষে জমি নেই ঘর নেই এমন সব পরিবারকে খাস জমিতে ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের গৃহীত এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে প্রভাবশালী মহলের দখলে থাকা খাস জমি উদ্ধার করেছে। দিঘলিয়া প্রশাসনের এ উদ্ধার কাজ অব্যহত থাকবে বলে সূত্র থেকে জানা যায়। বিজয় মাস ডিসেম্বরের প্রথম দিন গৃহ নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আ'লীগ সভাপতি খান নজরুল ইসলাম,এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,
উপজেলা নির্বাহী অফিসার মো:মাহবুবুল আলম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলিমুজ্জামান মিলন। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ১ একর ৪০ শতাংশ খাস জমি উদ্ধার করেছে। প্রতি ২ শতাংশ জমিতে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করা হবে প্রতিটি পরিবারের জন্য। প্রতিটা ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।