খুলনা-পাইকগাছা প্রধান সড়কে পাশে পাইকগাছা সরল বাজারে জেলা পরিষদের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে বাণিজ্য বিপণী মার্কেট। এস এম মজিবুর রহমান নামে স্থানীয় ব্যবসায়ী ও আইনজীবী তার শরীকদের নিয়ে মার্কেটটি নির্মাণ করছেন। এলাকাবাসী এনিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্তত ১৬টি সরকারি দফতরে অভিযোগ দিলেও এখন পর্যন্তদৃৃশ্যত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, পানীয় জলের তীব্র সংকট নিরসনে প্রায় ১০০বছর পূর্বে স্থানীয় জনৈক আরিফ দফাদার শর্ত সাপেক্ষে অভিযুক্ত জমি সংলগ্ন পুকুরসহ আশপাশের ৯১ শতক জমি জেলা পরিষদকে (ওই সময়ের ডিস্ট্রিক্ট বোর্ড) দান করেন। শর্তে উল্লেখ থাকে যে, ‘এই পুকুরের পানি পানের জন্য এলাকাবাসীর জন্য উন্মুক্ত থাকবে। আর এই জমিতে কোনো স্থায়ী ইমারত তৈরি করা যাবে না। যদি শর্ত ভঙ্গ করা হয়, তবে এই জমি পুণরায় দাতার কাছে (যারা ওয়ারিশ থাকবে) ফিরে যাবে। পরে সময়ের প্রয়োজনে স্থানীয়রা এখানে ছোট ছোট অস্থায়ী দোকান নির্মাণ করে একটি ছোট বাজার গড়ে তোলেন। এর দীর্ঘ দিন পর চলতি বছরের ১৮ফেব্রুয়ারি এস এম মজিবুর রহমান তার তিন ভাইসহ অন্যান্যের সাথে নিয়ে দোকানিদের উচ্ছেদ করে সেখানকার প্রায় ৮শতক জমি তাদের দখলে নেন। এরপর জেলা পরিষদের অনুমতি না নিয়েই তারা সেখানে পর্যায়ক্রমে একটি মার্কেট (বাণিজ্য বিপণী) নির্মাণ কাজ শুরু করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইকগাছা-খুলনা প্রধান সড়কের সড়কের গা ঘেঁষে নির্মিত হচ্ছে মার্কেটটি। ইতোমধ্যে মার্কেটের ২৬টি দোকানের ছাউনি পর্যন্ত মূল ভবনের কাজ শেষ হয়েছে। এখন ছোট ছোট দোকানের জন্য তৈরি হচ্ছে ঘর। টিনের ছাউনির জন্য ফ্রেমের কাজ চলছে। পাশেই জেলা পরিষদের নামে রয়েছে একটি সাইনবোর্ড যাতে লেখা আছে, এই জমির মালিক খুলনা জেলা পরিষদ, দখল সংরক্ষণে খুলনা জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি প্রশান্ড মন্ডল জানান, বাজারের ছোট ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ করে মজিবুর গং সেখানে মার্কেট নির্মাণ করছেন। জেলা পরিষদের জায়গায় জেলা পরিষদের তত্ত্বাবধানে মার্কেটটি নির্মিত হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুণর্বাসনসহ তাদের ব্যবসা করার সুযোগ থাকত। পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দীন গাজী বলেন, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে মজিবুর রহমান জোরপূর্বক সেখানে মার্কেট নির্মাণ করছেন। এনিয়ে ১৬টি দফতরে অভিযোগ দিলেও এখন পর্যন্ত দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সরল বাজার কমিটির সাবেক সভাপতি রজব আলী জোয়াদ্দার সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশ রয়েছে মহাসড়কের ১০ফুটের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। কিন্তু মজিবুর সড়কের গা ঘেঁষে মার্কেট তৈরি করছেন। এই মার্কেটের জন্য জেলা পরিষদের পুকুরের অন্তত ১০ফুট এলাকা ভরাট করে তারও দখল নেয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত এস এম মজিবুর রহমান বলেন, এই জমি তাদের বাপ-দাদার। তারা জেলা পরিষদের সঙ্গে উচ্চাদালতে মামলা করেছেন। যা চলমান থাকাবস্থায় জেলা পরিষদের সঙ্গে সমঝোতার মাধ্যমেই মার্কেট নির্মাণ করছেন। খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ডুমুরিয়া ও চুকনগরে জেলা পরিষদের মার্কেট হচ্ছে। পাইকগাছায় তাদের কোনো মার্কেট হচ্ছে না। জরুরী কাজে তিনি বাইরে থাকায় খুলনায় ফিরেই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।