খুলনার পাইকগাছায় স্বামী ও শ্বাশুড়ীর নির্যাতনে আহত হয়ে এক সন্তানের জননী মারুফা (২০) হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউপি'র বয়ারঝাপা গ্রামে। এ ঘটনায় গৃহবধূর পিতা উপজেলার মৌখালী গ্রামের মুজিবর গাজী থানায় অভিযোগ করেছেন।
জানাগেছে ২বছর পূর্বে মুজিবর গাজীর মেয়ে মারুফার সাথে বয়ারঝাপা গ্রামের মোঃ শহীদ সরদারের ছেলে রোকন গাজীর সাথে ধর্মীয় বিধান মতে বিয়ে হয়। এদের সংসারে জিহাদ নামে ১০মাসের এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে বিয়ের পর থেকে কারনে- অকারনে শারিরিক ও মানসিক অত্যাচার করে আসছে মারুফাকে। এ নিয়ে একাধিকবার শালিশী সভা ও রোকন মুচলিয়া দিয়ে সংসার করে আসলেও প্রায়ই সময় তার স্ত্রীর উপর অত্যাচার করেন। সর্বশেষ শনিবার সকালে মারুফার উপর রোকন ও তার মা হোসনেয়ারা অমানুষিক অত্যাচার করলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
মারুফার পিতা মুজিবর সরদার অভিযোগ করেন, জামাতা রোকন মাদকাসক্ত হয়ে কারনে-অকারনে অত্যাচার করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রোকন, তার মা হোসনেয়ারা ও রসুল সানার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। আহত মারুফা অভিযোগ করেন নেশাগ্রস্থ স্বামী উত্তেজিত হয়ে প্রায়ই সময় মারপিট করে থাকে এবং এতে শ্বাশুড়ির ইন্ধন থাকে। এ নিয়ে রোকনের পিতা শহীদ গাজী বলেন, আমার স্ত্রীর কারণে ছেলের এ অবস্থা। ঘটনার সময়ে শ্যালক রসুল আমাকে লাঞ্চিত করেছেন। ইন্সপেক্টর তদন্ত মোঃ আশরাফুল আলম এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।