লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা রায়পুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামের ঐকতান হলরুমে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। পরে আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মোতাবেক পৌর কমিটির কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান ২৮ ভোট পেয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্যাণেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার ১৭ ভোট ও বর্তমান মেয়র হাজী ইসমাইল খোকন ১২ ভোট প্রাপ্ত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম।