হোসেনাবাদে আকিজবিড়ি ফ্যাক্টরী আড়াইমাস পর শনিবার খুলেছে
এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২০, ১:৫৫ এএম | আপডেট: ৫ ডিসেম্বর, ২০২০, ৩:৫৫ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ অবস্থিত আকিজ বিড়ি ফ্যাক্টরী দীর্ঘপ্রায় আড়াই মাস যাবত শ্রমিক অসন্তোষ এর কারণে বন্ধ থাকার পর ফ্যাক্টারী কর্তৃপক্ষের সাথে সমঝোতার পর শনিবার থেকে যথারিতী ফ্যাক্টরী চালু করা হয়েছে বলে জানাগেছে