ময়মনসিংহের মুক্তাগাছায় এ কে এম মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ে সিরাজুল হক দুদু মিয়া নামে পাঠাগারের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিম এমপি। শনিবার সকালে বিদ্যালয় মাঠে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে পাঠাগারটি উদ্বোধন করা হয়। এ সময় তিনি পাঠাগারকে জ্ঞানের সাগর উল্লেখ করে বলেন, একটি পাঠাগার শিক্ষিত জাঁতি গঠনে ব্যাপক ভুমিকা রাখে। সিরাজুল হক দুদু মিয়া পাঠাগার শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে নয়, আলো ছড়াবে গোটা এলাকা জুড়ে। এজন্য তিনি পাঠাগারের উদ্্েযক্তা মাহফুজুল হক খসরুকে ধন্যবাদ জানান এবং এক লক্ষ টাকার অনুদান ঘোষনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল হক দুদু মিয়া, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক সরকার, বাঁশাটি ইউপি চেয়ারম্যন হাফিজুর রহমান মঞ্জু, এ কে এম মোশারফ হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, হামিদা সুলতানা বলিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ আলী, এনএন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝনকা বাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা কাজী মনিরা তরফদার।
এসময় দরিদ্র ও মেধাবী তিনজন শিক্ষার্থীর মাঝে মরহুমা মনোয়ারা বেগম স্মৃতিতে পনের হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।