দ্বিতীয় পর্যায়ে করোনা ঝুকি মোকাবেলায় গণসচেতনা সৃষ্টি লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ পৌরসভায় ২০ হাজার মাস্ক বিতরণ করেছে নোয়াখালী জেলা পরিষদ সদস্য ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু।
তিনি শনিবার সকাল থেকে সেনবাগ পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষ, রিকসা চালক,সিএনজি চালক,যাত্রী,ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ওই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন।
সাইফুল ইসলাম বাবু জানান, দ্বিতীয় পর্যায়ে করোনা ঝুকি প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষনা অনুয়াই নো মাস্ক নো সার্ভিস এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে এলাকায় গণসচেতনা সৃষ্টি লক্ষ্যে ২০ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। যা পর্যায়ক্রমে সেনবাগ পৌরসভার ৯টিওয়ার্ডে বিতরণ করা হচ্ছে।