বকশীগঞ্জ উপজেলা সদর থেকে টুপকার চর, আউল পাড়া, জাগির পাড়া ও মেরুরচর হয়ে ফকিরপাড়া বাজার পর্যন্ত মাত্র ৭ কিলোমিটার সড়ক। আর এই ৭ কিলোমিটার সড়কে খানাখন্দের অভাব নেই। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । ফলে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে অন্তত ১০ গ্রামের হাজার হাজার প্রথচারী। জরুরী সরকারী ও স্বাস্থ্যসেবা পেতে উপজেলা সদর হাসপাতালে এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য বিভিন্ন হাটবাজারে নিতে পারছেনা। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে খেটে খাওয়া কৃষকরা। এছাড়াও এসব এলাকায় অগ্নিকান্ডসহ প্রাকৃতিক দূর্যোগের ঘটনা ঘটলে জরুরী প্রয়োজনেও দমকল বাহিনী নির্দিষ্ট সময়ে ঘটনাস্থলে পৌছঁতে পারেনা।
জানা যায়,২০১৯ সাল ও চলতি বছর ভয়াবহ বন্যায় বকশীগঞ্জ থেকে মেরুরচর হয়ে ফকিরপাড়া বাজার পর্যন্ত সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছোট বড় খানা খন্দের অভাব নেই। কিন্তু দীর্ঘদিনেও বকশীগঞ্জ উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগের একমাত্র এ সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ফলে ভোগান্তির শিকার হয়ে আসছে মেরুরচর,আউলপাড়া,জাগিরপাড়া,শেখেরচর,কলকিহারা,ফকিরপাড়া,ইসলামপুর উপজেলার কাছিমারচর, গোয়ালেরচর সহ অন্তত ১০ গ্রামের মানুষ। দুইবারে বন্যায় বকশীগঞ্জ-ফকিরপাড়া সড়কের ৩টি ব্রিজসহ পাকা সড়কটির প্রায় অর্ধশতাধিক স্থানে ভেঙ্গে খানা খন্দের সৃষ্টি হয়েছে। ২০১৯ সালে বন্যায় সড়কটি খানা খন্দের সৃষ্টি হলেও ২০১৯ -২০ অর্থ বছরে সড়কটি সংস্কার করা হয়নি। এই অবস্থায় চলতি বছর বন্যায় সড়কটি আরও ক্ষতিগ্রস্থ হয়। ফলে এই সড়কে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জনবহুল এই সড়ককে কেন্দ্র করে কমপক্ষে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মেরুরচর ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র সড়ক এটি। সড়কের অবস্থা ভালো না থাকায় ভ্যান, অটো, রিক্স্রা,সিএনজি পরিবহনের শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাই গুরুত্বপূর্ন এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসীর।
মেরুরচর বাজারের ব্যবসায়ী ডা.হাবিবুর রহমান,মতি মিয়া,ফুলুমিয়া, আবদুস সালাম বলেন, এই সড়ককে কেন্দ্র করে ছোট বড় প্রায় ৬/৭ টি হাট বাজার গড়ে উঠেছে। সড়কের অবস্থা বেহাল থাকার কারণে হাট বাজার গুলোতে লোক সমাগম কম হয়। ফলে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিস্থ হয়ে আসছে। সড়কটি সংস্কার করা হলে প্রতিটি হাটবাজারে লোক সমাগম বেশি হবে। ব্যবসায়ীরাও ক্ষতি পুষিয়ে নিতে পারবে।
অটোচালক আমিনুল ইসলাম,ফুল মিয়া,হাফিজুর রহমান বলেন,মেরুরচর থেকে বকশীগঞ্জের দুরুত্ব প্রায় ৫ কিলোমিটার। কিন্তু সড়কের অবস্থা ভালো না থাকায় যান চলাচল কঠিন হয়ে পড়েছে। ১০ মিনিটের পথ পাড়ি দিতে প্রায় এক ঘন্টা সময় লাগে।
ফকির পাড়া গ্রামের শহিদুল্লাহ বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে কৃষকরা তাদের কৃষিপণ্য সহজে বকশীগঞ্জ উপজেলা শহরসহ বিভিন্ন শহরে নিতে পারেনা। ফলে কৃষকরা তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে।
ইউপি সদস্য সামিউল হক নেদা জানান,জরুরী প্রয়োজনে উপজেলা সদরে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। জরাজীর্ন এই সড়কটি সংস্কার করা অতীব জরুরী। সড়কটি সংস্কার করা হলে এই অঞ্চলের মানুষের দূর্ভোগ লাগব হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, বন্যায় সড়কটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে দ্রুতই সংস্কারের উদ্যোগ নেয়া হবে।