ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ইসলামি ফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপরে।উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রসার হলরুমে এ কাউন্সিলে আশুগঞ্জ উপজেলা ইসলামি ফ্রন্টের ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এর আগে উপজেলঅর বিভিন্ন ইসলমি ফ্রন্টের নেতারা কাউন্সিলে আসতে থাকে।
ইসলামিফ্রন্ট আশুগঞ্জ উপজেলা সুত্র জানায়, শনিবার দুপরে আলহাজ¦ মাওলানা ক্বারী মোঃ নুরুল ইসলাম আল কাদরী সভাপতিত্বে উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রসার হলরুমে এ কাউন্সিলের শুভ উদ্বোধন করেন কাজী মৌলানা মহি উদ্দিন মোল্লা।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ নাজিমুদ্দিন আল কাদরী,বিশেষ অতিথি বক্তব্য রাখেন,অধ্যাপক মোঃ গোলাম মাওলা,প্রধান বক্তা ছিলেন এ্যাড. মোঃ ইসলাম উদ্দিন দুলাল, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন,আলহাজ¦ মাওঃ মোঃ মাজহারুল ইসলাম আল কাদরী। মাওলানা আনিছুর রহমান প্রমুখ। কাউন্সিল অধিবেশন শেষে দুপুর ২টায় মৌলানা নুরুল ইসলাম আল ক্বাদরীকে আহ্বায়ক এবং মৌলানা মনিরুজ্জামান হানাফীকে যুগ্ম আহ্বায়ক করে ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি উপস্থিতি সকলের সর্বসম্মতিক্রমে ঘোষনা করে মৌলানা কাঝী মহি উদ্দিন মোল্লা।