ট্রেনের আঘাতে যশোরে টাইলস ব্যবসায়ী আবদুর রহমান সরকারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের খড়কী ধোপাপাড়া রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান যশোর সদর উপজেলার পুলেরহাট মন্ডলগাতি এলাকার আজিজ সরদারের ছেলে। তিনি যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার তসবীর সিনেমা হলের সামনে টাইলসের দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, শংকরপুর বটতলা ডিজিএল প্রাইভেট ক্লিনিকে আবদুর রহমানের ছেলে শাওনের সন্তান হয়েছে। শুক্রবার সকালে তিনি ওই সন্তান নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে খড়কী ধোপাপাড়া রেলক্রসিং পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেন তাকে আঘাত করে। এ সময় সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেল জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম আবদুর রহমানের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।