বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২০২তম মাসিক সাহিত্য সভা ও বিনামূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, ড. শাহনাজ পারভীন, আইনজীবী ও সাপ্তাহিক রেড নিউজ পত্রিকার সম্পাদক শেখ তাজ হোসেন তাজু, বিএসপির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ সামসুজ্জামানের স্ত্রী শাহানা পারভীন।
পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, প্রফেসর (অব:) মোঃ মনিরুজ্জামান, রবিউল ইসলাম সজল, আহমদ রাজু, আবুল হাসান তুহিন, আহমেদ মাহাবুব ফারুক, অ্যাড. মাহমুদা খানম, পারভীনা খাতুন, মুহাম্মদ হাতেম আলী সরদার, শাহরিয়ার সোহেল, ফাতিমা পারভীন, রাজপথিক, শংকর নিভানন, এএমএম মোমিন যশোরী, সানজিদা ফেরদৌস, তোফাজ্জেল হোসেন মানিক, মাহাবুবুল হক রবি, নজরুল ইসলাম প্রমুখ।
কবিতা পাঠ ও আলোচনা সভার আগে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে পথচারীদের মাস্ক পরিয়ে দেন। এ সময় সবাইকে মাস্ক পরার আহবান জানিয়ে তিনি বলেন, মাস্ক ছাড়া কেউ বের হবেন না। সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। মহামারি করোনার প্রথম ঢেউ মোকাবেলা করতে আমরা সবাই সক্ষম হয়েছি। এ সময় আমাদের আপনজন অনেককে হারিয়েছি। তাই পূর্বের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হবে। নিজে মাস্ক ব্যবহার করতে হবে এবং অপরকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে হবে।
সম্প্রতি বিদ্রোহী সাহিত্য পরিষদের আজীবন সদস্য কবি ড. শাহনাজ পারভীন বিটিই কর্তৃক সম্মাননা পাওয়ায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।