ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকারের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কার্যসহকারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কার্যসহকারী সাখাওয়াত হোসেন শামীম।
মামলা সূত্রে জানা গেছে, হিলিপ প্রজেক্টের আওতায় চরচারতলা ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় হাউজিং বাজার পর্যন্ত এলজিইডির সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঠিকাদার নুরুল ইসলাম। বুধবার বিকাল ৪টার দিকে আশুগঞ্জ উপজেলা এলজিইডির কার্যসহকারী সাখাওয়াত হোসেন শামীম ওই কাজ দেখতে যান। এ সময় চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকারসহ আজ্ঞাত আর ৪/৫ জন সাখাওয়াতকে ছোরা-রামদার ভয় দেখান এবং ঠিকাদার নুরুল ইসলামকে সড়কের কাজ বন্ধ করতে বলেন। পরবর্তীতে চেয়ারম্যান নিজে সাখাওয়াতকে মারধর করেন। পাশাপাশি প্রকল্পের কাজ করতে হলে চেয়াম্যানের সঙ্গে হিসাব-নিকাশ করে কাজ করতে হবে জানিয়ে হুমকি দেন চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার।
মামলার বাদি আশুগঞ্জ উপজেলা এলজিইডির কার্যসহকারী সাখাওয়াত হোসেন শামীম বলেন, 'চেয়ারম্যান জিয়াউদ্দিন ঠিকাদারকে কাজ বন্ধ করতে বলে আমাকে গালিগালাজ করে চলে যেতে বলেন। আমি তখন চেয়ারম্যানকে বলেছি- আপনি বললে তো এমনিই চলে যাব, আমাকে গালি দিলেন কেনো? এ কথা বলার পর আমাকে চড় মারেন তিনি'।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. জিয়াউদ্দিন খন্দকারের মুঠোফোনে একাধিকবার ফোন করে বন্ধ পাওয়া গেছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, 'মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে'।