খুলনার পাইকগাছা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ওরেন্টভূক্ত আসামি রিপন বিশ্বাসকে তার বাড়ি থেকে গত বুধবার (২ডিসেম্বর) রাতে আটক করে পুলিশ। সে যশোর মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে পাঁচাকড়ি গ্রামের ওরেন্টভূক্ত আসামি রবিন বিশ্বাস এর পুত্র। যশোর মনিরামপুর উপজেলার নেহালপুর ফাঁড়ি এএসআই মাজেদুর রহমান তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (৩ডিসেম্বর) আদালতে চালান করা হয়েছে বলে নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এস আই আতিকুর জামান জানান।
মামলা সূত্রে জানাযায়, দূরসম্পর্কে আত্মীয় হওয়া সূত্রে বাদীর বাড়িতে আসাযাওয়া করতো রিপন বিশ্বাস ও তার পরিবার। আসামি ব্যবসার কথা বলে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ১লক্ষ ৫০হাজার টাকা ধার নেয় বাদী খুলনা পাইকগাছার নিলকোমল এর নিকট থেকে। আসামীর নিজ কন্যা টাকার সিকিউরিটি হিসাবে স্টাম্পে লিখিত অঙ্গিকার করেন। এমনকি টাকা পরিশোধের জামিনদার থাকেন। কিন্তু টাকা পরিশোধের নিদিষ্ট সময় অতিবাহিত হলেও আসামি টাকা ফেরৎ না দিয়ে আজ না কাল বলিয়া আত্মসাতের মানসে কাল ক্ষেপণ করিয়া বাদীকে হয়রানি করে আসছে। পরবর্তীতে বাদী আইনজীবির মাধ্যমে সাত দিনের সময় দিয়ে লিগ্যাল নোটিশও প্রদান করেন। আসামীদয় যথাযথ ভাবে প্রাপ্ত হয়ে কোনো জবাব প্রদান করেনি। বাদী পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৬নভেম্বর মামলা করলে বিচারক কাগজপত্র পর্যালোচনা করে আদালত এ প্রতারক রিপন বিশ্বাসকে গ্রেফতারী পরোয়ানা ও কন্যা বৃষ্টি বিশ্বাস এর বিরুদ্ধে সমন জারি করেন। নেহাল ফাঁড়ি পুলিশ বুধবার রাতে আসামীকে আটক পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।
অনুসন্ধানে জানাযায়, মনিরামপুর নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের সুচতুর এ প্রতারক রিপন বিশ্বাস তার স্ত্রী, কন্যা ও অন্যান্য সদস্যকে ব্যবহার করে অনেকের নিকট থেকে অর্থ আত্মসাত করেছে।