ভাস্কর্য বিরোধী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনের হুশিয়ারী দিয়েছেন রংপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতা বিরোধী ও ধর্ম নিয়ে ব্যবসায়ে জড়িত অপশক্তিকে প্রতিহতের ঘোষনা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এ হুশিয়ারী দেয়া হয়। ভাস্কর্য বিরোধী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে রংপুর মহানগর যুব মহিলা লীগ।
দেশদ্রোহী ও অপশক্তির বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতার ৪৯ বছর পর বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্ম ব্যবসায়ীরা অপপ্রচার চালাচ্ছে। অথচ বিশ্বজুয়ে মুসলিম দেশগুলোতে তাদের নেতা ও ইসলামি চিন্তাবিদ ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের আশায় একদল মৌলবাদী অপশক্তি মুর্তি আর ভাস্কর্যকে এক দেখিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারী ফতোয়াবাজরা।এদেরকে আইনের আওতায় আনতে হবে। নইলে কঠোরভাবে দমন করা হবে। যেভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে দমন করা হয়েছে।
সমাবেশে মহানগর যুব মহিলা লীগের সভাপতি শাহনাজ বিউটির সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ডের যুব মহিলা লীগের নেতারা ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।