কেশবপুরে ৪৫ জন প্রতিবন্ধীকে উপজেলা পরিষদের উদ্যোগে বৃহ¯পতিবার হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রাণী স¤পদ কর্মকর্তা ডাক্তার প্রকাশ চন্দ্র মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আবদুর রহিম প্রমুখ।