খুলনার পাইকগাছায় ফেসবুকে দশম শ্রেণীর ছাত্রীর অশ্লীল ছবি পোষ্টে পর্ণগ্রাফী আইনে এক যুবককে পুলিশ গেপ্তার করেছে। গ্রেপ্তার যুবক ইব্রাহিম ইসলাম ওরপে ছালেক (২৮) উপজেলার খড়িয়া মিনহাজ চকের শাহীনুর রহমানের ছেলে। সে অতি সম্প্রতি “তোমাকে চাই” নামক আইডিতে একই এলাকার আবু বকর সিদ্দিকীর মেয়ের অশ্লীল ছবি পোষ্ট দেয। সে খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনণর ছাত্রী। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা ২৭নভেম্বর সন্ধ্যায় ছালেকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তার সাথে খারাপ আচারণ করে বলে জানায়। বুধবার মেয়ের বাবা আবু বকর বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। সকালে পুলিশ যুবককে মিনহাজ বাজার থেকে গ্রেপ্তার করেছে। ওসি এজাজ শফী জানান, ধৃত আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।