ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ইউছুব আলী মাষ্টার (৪৫) নামে এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ বুধবার, ২ ডিসেম্বর, দুপুরে উপজেলার বাকতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত শিক্ষক উপজেলার বাকতা গ্রামে মৃত ইউনুছ আলী ছেলে ও বরুকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, উপজেলার বাকতা গ্রামের শিক্ষক ইউছুব আলী মাষ্টার সাথে জমিজমা নিয়ে প্রতিবেশি মৃত কাশেম আলী ছেলে আশরাফ উদ্দিন, মৃত ফজর আলী ছেলে আফজাল হোসেন জুয়েল, আল আমিন গংদের সাথে দীর্ঘদিনের বিরোধ। ইউছুব আলী মাষ্টার বাদী হয়ে আদালতে মামলা চলমান রয়েছে। পরে হুমকি দমকির ঘটনায় থানায় জিডি করেন। জিডি তদন্ত করে থানা পুলিশ নন. এফ আই .আর মামলা হয়। মামলার সমন জারি করার পর বুধবার দুপুরে শিক্ষক ইউছুব আলী মাষ্টার নামাজের জন্য বাকতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার পথে শিক্ষকের ১০ ১২ জনের একটি দল তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন।
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) মোশরিদুল হাছান জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।