বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাএ আনন্দ দাশকে কম্পিউটার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহ পৌরসভা। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ পৌরসভায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান বাদশাসহ পৌরসভার কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। তথ্য সূত্রে জানা যায়, আনন্দ দাশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার পৈতিক বাড়ি যশোরে। পিতা কুমার চন্দ্র দাস। বর্তমানে পারিবারিক সূত্রে ঝিনাইদহের আরাপপুরে থাকেন।
ফ্রিল্যান্সিং ও নিজের পড়ালেখা সুবিধার্থে একটি কম্পিউটারের প্রয়োজন। কিন্তু গরিব পিতার সামর্থের মধ্যে না থাকায় তা কেনা সম্ভব হয়নি আনন্দ দাশের। ঠিক সেই সময় পাশে এসে দাড়ান ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। কিনে দেন কম্পিউটার। যার মূল্য প্রায় ৩২ হাজার টাকা ,সাথে খাদ্য সামগ্রী প্রদান করে জেলা প্রশাসন। আনন্দ দাশ জানায়, নিজের পড়ালেখা ও সংসারের হাল ধরার জন্য ফ্রিল্যান্সিং করার ইচ্ছে তার অনেক দিনের। কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে তা আর সম্ভব হয়নি। উপায়ান্তর না দেখে ঝিনাইদহ পৌর মেয়রকে সমস্যার কথাটা জানালে তিনি আমার জন্য কম্পিউটারের ব্যবস্থা করে দেন। তার এ সাহয্য আমি কোন দিনও ভুলবো না।
পৌর মেয়র সাইদুল করিম মিন্টু জানান, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ তৈরীতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ছেলেটির সমস্যার কথা জেনে তাকে কম্পিউটার দেওয়া