কয়রা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৯ তম আন্তজার্তিক এবং ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “কোভিড ১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যাক্তিকে সম্পৃক্ত করি,নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩ ডিসেম্বর বেলা ১১ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। আরও বক্তব্য রাখেন কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক এসএম বাহারুল ইসলাম,কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ শেখ রাসেল প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। অপরদিকে শেখ রাসেল প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।