ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় গফরগাঁও প্রেসক্লাব সামনে সড়কে উপজেলা ও পৌর শাখার বাংলাদেশ যুব মহিলালীগের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করে।
উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আরিফা সুলতানা'র সভাপতিত্বে অনুষ্ঠিত আধা ঘন্টাব্যাপি মানববন্ধনে এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম. সালাহ উদ্দিন পলাশ, যুগ্ম-আহবায়ক এম. এ কাউসার, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান মাসুদ, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন-আহবায়ক রেহনুমা তারামুন দিতী, পৌরসভা যুব মহিলালীগের আহ্বায়ক মর্জিনা আক্তার, যুগ্নু-আহবায়ক পারভীন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেয় তারা এদেশের মঙ্গল চাইনা। বক্তারা সকলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে ধৃষ্টতাপূণ উক্তিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।