বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলার স্বস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্য পরিদর্শকদের টেকনিক্যাল পদ মর্যাদা,বেতন বৈশম্য দুরীকরনসহ ৪দফা দাবীতে বৃহস্পতিবার সকাল থেকে অনির্ষ্টিকালের কর্মবিরতি পালন করেছে উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্য পরিদর্শকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তারা তাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে আশুগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে এই কর্মবিরতি পালন করে।কর্মবিরতি পালন শেষে তারা দাবী আদায়ের লক্ষে হাসাপতালের সামনে একটি বিক্ষোভ মিছিল করে।বিক্ষোভ মিছিলটি হাসপাতালের প্রধান গেইট থেকে শুরু হাসপাতালে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে আবার প্রধান গেইটের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আজম খানের সভাপতিত্বে হাসপাতালের প্রবেশ মুখে সমাবেশ করে।্এতে বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান সহকারী স্বস্থ্য পরিদর্শক মুনিরুল ইসলাম এবং ¯া^স্থ্য সহকারী জেরিন সুলতানা পাপড়ি প্রমুখ।বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৮ সালে প্রতিশ্রতি দিয়েছিলেন স্বাস্থ্য সহকারী এবং সহকারী পরিদর্শকদেে টেকনিক্যাল পদ মর্যাদা দিবেন,সর্বশেষ গত ২০২০ এর ফেব্রুয়ারীতে স্বাস্থ্য মন্ত্রী এবং স্বাস্থ্য সচিব লিখিত প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেননি।এখন আমাদেও পিঠ দৌযালে ঠেকে গেছে তাই আমরা কর্মবিরতি পালন করতে বাধ্য হচ্ছি।দাবী আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবী আদায়ে সরকারকে বাধ্য করা হবে বলে তারা হুশিয়ারীদেন।