ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের শিকক্ষ ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রউফ।
এ সময়ে তিনি বলেন, ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটটি ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি হোসাইন মোহাম্মদ ফারুক নামে এক শিক্ষক ও তার সহযোগীরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে বিভিন্ন পত্র পত্রিকায়, অনলাইন পোর্টাল ও ফেসবুকের মাধ্যমে সংবাদ প্রচার করে প্রতিষ্ঠানটির ভাবমুর্তি নষ্ট করে চলছে। আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রভাষক ফরহাদ হোসেন তরফদার, পলাশ দত্ত, মোহাম্মদ মনিরুজ্জামান, নাজমুন নাহার আকন্দ, মোঃ মোসারফ হোসাইন, রেশমা আহম্মেদ, তাহরিমা বেগম, ঈশ্বর চন্দ্র সরকার, আব্দুল্লাহ আল মাসুদ, মোহাম্মদ লিটন মিয়া, শাহাজাদা পারভেজসহ প্রতিষ্ঠানের শিকক্ষ ও কর্মচারীবৃন্দ।