নীলফামারীর কিশোরগঞ্জে অটোর ধাক্কায় প্রাণ গেলো কমর উদ্দিন (৬২) নামে এক বাইসাইকেল আরোহীর। ৩ ডিসেম্বর সকালে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীবাজার সড়কে। নিহত ব্যক্তি মৌলভীবাজার গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, বৃদ্ধ কমর উদ্দিন ঘটনার সময় নিজেই বাইসাইকেল চালিয়ে বাজারের দিকে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোর সাথে ধাক্কা লাগলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
কিশোরীগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অটো ও চালককের আটকের চেস্টা করা হচ্ছে।