চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে কক্সবাজার এলএ শাখা পর্যন্ত দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে এবার দুর্নীতির সংযোগ সড়ক তৈরি হয়েছে। চট্টগ্রাম এলএ শাখায় ক্ষতিপূরণের টাকা ছাড় করিয়ে দিতে লক্ষ লক্ষ টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে এক সার্ভেয়ার মন্ত্রণালয়ের মাধ্যমে বদলিও নিয়েছেন কক্সবাজার এলএ শাখায়। এই নিয়ে শহরে সুধী সমাজে সমালোচনার ঝড় বইছে। ওদিকে দুদকের মামলার পর চট্টগ্রাম এলএ শাখার বেশ কয়েকজন দালাল এবং ক্যাজুয়াল কর্মচারী স্থান পাল্টে কাজ করছেন কক্সবাজার এলএ শাখায়। ওই কর্মচারী ও দালালরাই জড়িয়ে পড়ছেন কক্সবাজারের সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের এলএ ক্ষতিপূরণের অর্থ ছাড়ের বিশেষ কমিশন বাণিজ্যে। ইতঃপূর্বে এসব কাজে কমিশন বাণিজ্য করে তারা কোটি কোটি টাকার বাড়ী-গাড়ীর মালিক হয়েছেন। এই ধরনের দালালের সংখ্যা অন্তত ৫০জন।
একাধিক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) বিগত ২০১৯ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের শপিং কমপ্লেক্স থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার চেইনম্যান নজরুল ইসলামকে নগদ সাড়ে ৭ লাখ টাকা এবং সাড়ে ৯১ লাখ টাকার ১০টি চেকসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। এরপর নজরুলের বিরুদ্ধে মামলা হয়। তার বেশ কয়েকটি ব্যাংক হিসাব ও একটি ফ্ল্যাটও জব্দ করেন দুদকের তদন্ত কর্মকর্তা। পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা হয় নজরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে। বর্তমানে সেই নজরুল কারাগারে আছেন। অভিযোগ উঠেছে-তার স্ত্রী কোটি কোটি টাকা নিয়ে পলাতক রয়েছে। তবে ৯১ লাখ টাকার এলএ চেক নিয়ে হাতেনাতে চেইনম্যান নজরুল গ্রেপ্তার হলেও এসব এলএ চেক কিভাবে নজরুলের হাতে গিয়েছে তার সদুত্তর এখনো পাওয়া যায়নি। যে কারণে অধরা রয়ে যাচ্ছে অনেক বড় বড় রাঘব বোয়াল দুর্নীতিবাজরা। নজরুলকে গ্রেপ্তারে অভিযানে অংশ নেওয়া দুদকের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, অভিযানের সময় নজরুলের দোকান থেকে ২০-২৫টি এলএ মামলার মূল নথিও পাওয়া গেছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে এক বস্তা এলএ মামলার নথি জব্দ করা হয়। এসব নথি চট্টগ্রাম এলএ শাখার সার্ভেয়ার ইব্রাহীম খলিল রিসিভ করেছেন।
সার্ভেয়ার ইব্রাহীম খলিল দীর্ঘদিন এলএ শাখায় কাজ করার অভিজ্ঞতা আছে। সেই সূত্র ধরেই দুদকের হাতে গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে নজরুলই সার্ভেয়ার ইব্রাহীম খলিলকে নোয়াখালী এলএ শাখা থেকে চট্টগ্রামে বদলি করিয়ে নিয়ে আসেন। এখানে এসেই নজরুলের সাথে সিন্ডিকেট করে কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়ে সার্ভেয়ার এই ইব্রাহীম খলিল। বর্তমানে তিনি মোটা অংকের ঘুষের বিনিময়ে মন্ত্রণালয়ে তদবির করে কক্সবাজার এলএ শাখায় বদলি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, গত ১৩ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখার উপসচিব মোছাম্মাৎ মমতাজ বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে চট্টগ্রাম এলএ শাখার সার্ভেয়ার ইব্রাহীম খলিলকে (সংযুক্ত মীরসরাই উপজেলা ভূমি অফিস) কক্সবাজার এলএ শাখায় সংযুক্তি করে বদলীর আদেশ দেন। এছাড়াও দুদকের হাতে গ্রেপ্তার হওয়া নজরুলের এক কম্পিউটার অপারেটর ছিলেন রনি। ওই রনি এলএ শাখায় ক্যাজুয়াল কর্মচারী হিসেবে কাজ করতেন। কমিশন বাণিজ্যের সার্ভেয়ারদের কম্পিউটার ছিল তার নখদর্পনে। রনির বিরুদ্ধে অভিযোগ উঠার পর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আমিরুল কায়সার মুচলেকা নিয়ে তাকে (রনি) এলএ শাখা থেকে বের করে দেন। রনির বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। নজরুল দুদকের হাতে গ্রেপ্তারের আগে রনিকে সার্ভেয়ার ইব্রাহীম খলিলের সাথে সংযুক্ত করে দিয়েছিলেন।
অনুসন্ধানে জানাগেছে, এলএ শাখা থেকে বের করে দিলেও রনি অফিসের বাইরে সার্ভেয়ার ইব্রাহীম খলিল ও দালাল মামুনুলের কাজ করতেন। সার্ভেয়ার ইব্রাহীম খলিল কক্সবাজার এলএ শাখায় যোগদানের পর রনিকে নিয়ে চট্টগ্রাম এলএ শাখার দালাল মামুনুল বর্তমানে মহেশখালী বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি বন্দর প্রকল্পের এলএ ফাইল নিয়ে কমিশন বাণিজ্যে মেতে উঠেছেন। দুদকের অভিযানের কারণে ও করোনাকালীন ২০১৩-১৪ সালের যেসব ফাইলের কার্যক্রম বন্ধ ছিল; গত ১৫ দিন থেকে সেইসব ফাইলও চালু হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, ভূমি অধিগ্রহণ শাখায় ভয়াবহ দুর্নীতি হচ্ছে। বর্তমানে চট্টগ্রামের চেয়ে কক্সবাজারে বেশি সরকারি উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণ চলছে। সে হিসেবে কক্সবাজার এলএ শাখায় দুর্নীতির পরিধিও বেশি। এর মধ্যে গত বছরের শেষে চট্টগ্রামে একজন ও চলতি বছরের শুরুতে কক্সবাজার এলএ শাখার একজন সার্ভেয়ার হাতেনাতে দুদকের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। ওই দুই ঘটনার পর থেকে চট্টগ্রাম বিভাগের এই দুই জেলার ভূমি অধিগ্রহণ শাখা নিয়ে সমালোচনার ঝড় উঠে। চট্টগ্রামের দুদকের এক কর্মকর্তা বলেন, সার্ভেয়ার ইব্রাহীম খলিলের বিরুদ্ধে নোয়াখালীতে দুদকের অনুসন্ধান চলছে। তার হাত অনেক লম্বা। সার্ভেয়ার হলেও ওপরের মহল পর্যন্ত তার হাত রয়েছে। উপজেলা ভূমি অফিসে থাকলেও জেলা এলএ শাখায় সংযুক্ত থাকেন। এখন আরো সর্বাধিক দুর্নীতি করার জন্য কক্সবাজারে পোস্টিং নিয়েছেন।