মোল্লাহাটে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আয়োতায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষণীদের মাঝে বিনামুল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ ধান বীজ বিতরণী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপ সহকারী-কৃষি কর্মকর্তা সাইফুর রহমান প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান জানান উপজেলার ৭’টি ইউনিয়নের মোট দুই হাজার দুই’শ কৃষক/কৃষণী প্রণোদনা কর্মসূচীর আয়োতায় এ বোরো ধান বীজ পাবেন।