পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক যুগ্ন সচিব মাহবুব আলম বলেছেন, আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। করোনাকালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের নেতিবাচক মনোভাব দূর করে পরিকল্পিত পরিবার গঠনে আরও সচেতন করে তুলতে হবে। তিনি আমরা মধ্যম আয়ের দেশে অনেক আগেই উত্বীর্ণ হয়েছি।স্বাস্থ্য ক্ষতে আমরা এগিয়ে আছি। বুধবার দুপুরে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় কার্যালয় আয়োজিত পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ ৬-৮ ডিসেম্বর তিন দিনব্যাপী পালন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুগ্ন সচিব মাহবুব আলম বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে মধ্যে রয়েছে কনডম, দীর্ঘমেয়াদি পদ্ধতি ইনজেকটেবল, নারী বন্ধ্যাকরণ, পুরুষ বন্ধ্যকরণ, ইমপ্লান্ট, জরায়ুতে স্থাপন উপযোগী ইন্ট্রা-ডিভাইস (আইইউডি-যা কপার টি নামেও পরিচিত)। তিনি বলেন, আসুন করোনাকালে অপরিকলিত গর্ভধারণরোধ করি, আর স্বাস্থ্য বিধি মেনে পরিবার কল্পনা সেবা গ্রহণ করি। সেই সাথে সুখি পরিবার কল সেন্টার ১৬৭৬৭ নম্বরে ফোন করে সেবা গ্রহণ করি। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি স্বাস্থ্য রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা মো: আহাদ আলী বলেন বর্তমান সরকার অন্য ক্ষাতে যেমন উন্নয়ন করেছে স্বাস্থ্য ক্ষাতেও ব্যাপক উন্নয়ন করেছে। মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁচ্ছে দিয়েছে।পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাক্তার শেখ সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন সহকারি পরিচালক মোজাম্মেল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটি এম নজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।