যশোরের কেশবপুরে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আগামী পৌর নির্বাচনে একক প্রার্থী করার প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে মেয়র পদে একক প্রার্থী করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক কার্ত্তিক চন্দ্র সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা ও দপ্তর স¤পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম টুকু, সবুরন নেছা বেগম, উদয় শংকর সিংহ ও যুগ্ম সাধারণ স¤পাদক মদন সাহা অপু, আবু শাহীন, দপ্তর স¤পাদক সালাউদ্দীন।
এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক কার্ত্তিক চন্দ্র সাহা বলেন, কার্যনির্বাহী কমিটির গৃহীত সিদ্ধান্ত রেজুলেশন করে উপজেলা কমিটির সুপারিশক্রমে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠানো হবে। আগামী জানুয়ারি মাসে কেশবপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হালিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র রফিকুল ইসলামের নাম একক প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। পরে দুলাল চন্দ্র সাহা সমর্থন করলে উপস্থিত নেতৃবৃন্দ সম্মতি দেন।