ঝিনাইদহের হরিণাকু-ুতে সমাজসেবা কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক আবদুর রহমান। এ সময় ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক সমির মল্লিক, জেলা সমাজসেবা কর্মকর্তা অব্দুল লতিফ সেখ প্রমূখ উপস্থিত ছিলেন। সেমিনারে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন।