ঝিনাইদহের হরিণাকুন্ডকে মাদকমুক্ত গঠনের প্রত্যয়ে সামাজিক অভিযান কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নারায়নকান্দি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিণাকু-ু থানার কর্মকর্তা ইনচার্জ আবদুর রহিম মোল্লা, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমূখ বক্তব্য দেন।